Posts

কেন এরকম কিছু হল না লিরিক্স(Keno Erokom Kichu Holo Na Lyrics)

শিল্পীঃ নচিকেতা কথা ও সুরঃ অনুপম রায় সিনেমাঃ পোস্ত কেনো এরকম কিছু হলো না কেও কাউকেই ছুঁতে পেলো না সব রাস্তার মাঝে দাড়িয়ে পথ হারিয়ে ঘর ছাড়া এরকম কেনো হলো না ভীতু খরগোশ মুখ তুলে না প্রিয় আঙ্গুল আর উল বুনে না থেমে গেছে সব উত্তর মিলছে কোথায় কি লেখা শালিকের ডানায় কার কোলে রাখবো মাথা ফিরবো কোথায় তা জানি না কেনো এরকম ধুলো জমে না এই কষ্ট গুলো কমে না চোখ তাকালেই যদি দেখতাম ঢেকে গেছে সব বহুতল স্বপ্নের মতো কে কোন তলায় কে তা জানে আমার দখলে শুধু এক শূন্যস্থান এখানে কেনো এরকম কিছু হলো না কেউ কাউকেই ছুঁতে পেলো না সব রাস্তার মাঝে দাড়িয়ে পথ হারিয়ে ঘর ছাড়া এরকম কেনো হলো না ভীতু খরগোশ মুখ তুলে নেয় প্রিয় আঙ্গুল আর উল বনে না থেমে গেছে সব

ফিরে আসবো লিরিক্স(Phire asbo by neel dutt lyrics)

শিল্পীঃ নীল দত্ত কথাঃ অঞ্জন দত্ত সিনেমাঃ আমি আসবো ফিরে হয়তো   তৃতীয়   বিশ্বযুদ্ধ ,  লেগে   যাবে   হঠাৎ হয়তো   নামবে   এসিড   বৃষ্টি ,  অসময়ে হয়তো   সূর্য্যের   রঙ   হয়ে   যাবে   ঘোলাটে হয়তো   গলে   যাবে   হিমালয় তবু   আসবো   আমি   তোমার   পাড়ায় ফিরে   আসবো   আমি   তোমার   পাড়ায় তুমি   থেকো  দাঁড়িয়ে   তোমার   বারান্দায় .. আমি   আসবো ,  ফিরে   আসবো   তোমার   পাড়ায় হয়তো   সূর্য্যের   তাপে   ছারখার   হয়ে   যাবে   হেলসিনকি হয়তো   বরফ   পরবে   কোলকাতায় হয়তো   ধূসর   হয়ে   যাবে   দুনিয়ার   রঙ হয়তো   চলবে   না   গাড়ি   রাস্তায় তবু   আসবো   আমি   তোমার   পাড়ায় ফিরে   আসবো   আমি   তোমার   পাড়ায় তুমি   থেকো  দাঁড়িয়ে   তোমার   বারান্দায় .. আমি   আসবো ,  ফিরে   আসবো   তোমার   পাড়ায় দেখো   বদলে   যেতে   হবেই , বদলায়   পদবি বদলায়   ঠিকানা ,  বদলায়   সময় বদলায়   জামার   ভিতর   সকলের   শরীর বদলায়   চাহিদা   শিরায়   শিরায় কোনটা   ভালো ,  কোনটা   খারাপ   সেটাও   বদলে   যায় কে   হিন্দু ,  কে   জাপানি ,  কিসের   দায় যেটাই   সত্যি   সে