Posts

Showing posts from December, 2018

ফিরে আসবো লিরিক্স(Phire asbo by neel dutt lyrics)

শিল্পীঃ নীল দত্ত কথাঃ অঞ্জন দত্ত সিনেমাঃ আমি আসবো ফিরে হয়তো   তৃতীয়   বিশ্বযুদ্ধ ,  লেগে   যাবে   হঠাৎ হয়তো   নামবে   এসিড   বৃষ্টি ,  অসময়ে হয়তো   সূর্য্যের   রঙ   হয়ে   যাবে   ঘোলাটে হয়তো   গলে   যাবে   হিমালয় তবু   আসবো   আমি   তোমার   পাড়ায় ফিরে   আসবো   আমি   তোমার   পাড়ায় তুমি   থেকো  দাঁড়িয়ে   তোমার   বারান্দায় .. আমি   আসবো ,  ফিরে   আসবো   তোমার   পাড়ায় হয়তো   সূর্য্যের   তাপে   ছারখার   হয়ে   যাবে   হেলসিনকি হয়তো   বরফ   পরবে   কোলকাতায় হয়তো   ধূসর   হয়ে   যাবে   দুনিয়ার   রঙ হয়তো   চলবে   না   গাড়ি   রাস্তায় তবু   আসবো   আমি   তোমার   পাড়ায় ফিরে   আসবো   আমি   তোমার   পাড়ায় তুমি   থেকো  দাঁড়িয়ে   তোমার   বারান্দায় .. আমি   আসবো ,  ফিরে   আসবো   তোমার   পাড়ায় দেখো   বদলে   যেতে   হবেই , বদলায়   পদবি বদলায়   ঠিকানা ,  বদলায়   সময় বদলায়   জামার   ভিতর   সকলের   শরীর বদলায়   চাহিদা   শিরায়   শিরায় কোনটা   ভালো ,  কোনটা   খারাপ   সেটাও   বদলে   যায় কে   হিন্দু ,  কে   জাপানি ,  কিসের   দায় যেটাই   সত্যি   সে

সিগারেট লিরিক্স(Cigarette by Anjan Dutt lyrics)

কথাঃ অঞ্জন দত্ত, নীল দত্ত শিল্পীঃ অঞ্জন দত্ত চলে যেতে গেলে পিছুটান, ভুলে যেতে হবে বলে যেতে গেলে অভিমান, ভুলে যেতে হয় হেরে গেলে গোলাম, চোর, দাস ফেলে দিতে হবে অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই শান্ত শহর হয়ে যায় ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীর বিছানায় সরে যেতে চায় উড়ে চলে যায় জমা জঞ্জাল ঘূর্ণি ঝড়ে অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই দেখো পুড়ে যেতে হবে যেন তাই হ্যালো হ্যালো হ্যালো গুডবাই পুড়ে যেতে হবে যেন তাই হ্যালো হ্যালো হ্যালো গুডবাই জ্বলে জ্বলে জ্বলে মোমবাতি হ্যাপি বার্থডে গলে যেতে যেতে কতো রাগ জমা হয়ে যায় কমে যেতে যেতে কতো কান্না কাঁদা হয় না অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই জলে চলে যায় কতো আসা কতো ভরসা ঝগড়ার শুরু আর শেষ কলতলায় পাশা খেলে হেরে গেছে তাই কুরুক্ষেত্র অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই পুড়ে যেতে হবে যেন তাই হ্যালো হ্যালো হ্যালো গুডবাই পুড়ে যেতে হবে যেন তাই হ্যালো হ্যালো হ্যালো গুডবাই চলে যেতে গেলে পিছুটান, ভুলে যেতে হবে বলে যেতে গেলে অভিমান, ভুলে যেতে হয় হেরে গেলে গোলাম, চোর, দাস ফেলে দিতে হবে অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই পুড়ে যেতে হবে যেন তাই হ্যালো হ্যালো হ্য

গভীরে যাও লিরিক্স (Govire Jao Lyrics)

গানের নামঃ গভীরে যাও(Govire Jao) সিনেমাঃ ২২ শে শ্রাবণ  কম্পোজারঃ অনুপম রায় গীতিকারঃ অনুপম রায় কণ্ঠঃ রপঙ্কর বাগচি(Ruponkar Bagchi) গভীরে যাও আরো গভীরে যাও গভীরে যাও আরো গভীরে যাও এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও গভীরে যাও আরো গভীরে যাও গভীরে যাও আরো গভীরে যাও এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও জানলা জুড়ে মানুষের কান গলির ভাঁজে ভ্রমরের প্রাণ গনিকার গান লেগে থাকে তার ডানায় আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায় তার উড়ে আসা ধূসর চোখে সিগারেটের ছাই তাই গভীরে যাও আরো গভীরে যাও গভীরে যাও আরো গভীরে যাও এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও নদীর বুকে ঘরের খোঁজে কাটেনি দিন খুব সহজে বহু বছর মেখেছি রুপোর বালি সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল তাই গভীরে যাও আরো গভীরে যাও গভীরে যাও আরো গভীরে যাও এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও গভীরে যাও আরো গভীরে যাও গভীরে যাও আরো গভীরে যাও গভীরে যাও আরো গভীরে যাও গভীরে যাও আরো গভীরে যাও